ডায়রি,, নামটা আমাদের কাছে খুব পরিচিত একটা শব্দ তাই না।হুমম একদম ঠিক তাই।ডায়েরী নামটা শুনলেই সবার মনে এক অদ্ভুত আনন্দ হয় তাই না।আচ্ছা আমরা সবাই কি ডায়েরী লিখতে পছন্দ করি এই প্রশ্নটা করলে তোমরা আমাকে কি উত্তর দিবে বলতো। আচ্ছা উত্তরটা কি আমি বলে দিব না থাক এটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল তোমরাই বলবে যে তোমরা ডায়েরি লিখতে পছন্দ করো হ্যা বা না আমাকে যদি তোমরা প্রশ্ন করো যে আমার কেমন লাগে তাহলে আমি বলব ডায়েরি আমার দেহের আরেকটা অংশ।আমার যখন খুব মন খারাপ হয় বা ভালো থাকে এই দুটো সময়েই আমি ডায়েরি লিখি।এটা আমার নেশা ছিল কিছুদিন আগেও কিন্তু বেশ কয়েক মাস ধরে লিখতে পারছি না কিন্তু ইনসাল্লাহ আবার ও শুরু করবো মানুষের মন আকাশের রং কথাটা আসলেই সত্যি। কেননা গল্প পরতে পরতে এক সময় আমার লেখার প্রতি খৃব আগ্রহ জাগে।সে অনুযায়ী আমি শুরুও করেছিলাম বেশ কিছু কবিতা,ছোট গল্প আর দুইটা উপন্যাস ও লিখেছিলাম কিন্তু সব ছেড়ে দিয়েছি আমি এখন দেখ আমি চাইতেছি অন্য কিছু করতে।হা হা হয়তো ভাবছে লেখা তাহলে কেন ছেড়ে দিলাম তাই তো। হা হা সে অনেক বড় কাহিনী অন্যদিন না হয় বলবো।আচ্ছা আমি যে বললাম বলব কিন্তু তোমরা কি শুনত...